যুব সংঘের উদ্যোগে আন্তঃ রংপুর মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১অক্টোবর) বিকেলে রংপুর নগরীর আমাশু প্রগতি হাইস্কুল এন্ড কলেজ মাঠে কুকরুল যুব সংঘের উদ্যোগে এই আন্তঃ মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরুষ্কার বিতরনীর আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেড ফাস্ট কুড়িয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিওন। এছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ্ব এ্যাড.এ কে এম আজমল হোসেন, রিপোর্টার্স ক্লাব, রংপুর ‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, আলহাজ্ব হুমায়ূন কবির, স্টেড ফাস্ট কুড়িয়ার লিমিটেড এর কো-অর্ডিনেটর রেজওয়ান রনি,রেজাউল করিম রাফী,মনিরুজ্জামান লিখন,ফারুকুজ্জামান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে স্টেড ফাস্ট কুড়িয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী জিওন বলেন, মাদককে না বলে, শরীর ও মনকে প্রফুল্ল রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই৷ খেলাধুলার মাধ্যমে শরীর যেমন সুস্থ থাকে তেমন মানসিক বিকাশও সাধিত হয়। যুব সমাজকে আলোকিত করতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। আমাদের সমাজ থেকে কিশোর ও যুবকদের মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে ,মাদক থেকে দূরে রাখতে এই ধরনের খেলাধুলার উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে। তবেই সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ আমরা উপহার দিতে পারবো। আজকে যারা জয়ী হয়েছে এবং অপর দল জয়ী হতে পারেনি উভয়ের জন্যই শুভকামনা। পুরষ্কার মূখ্য নয়,সাহসী হয়ে খেলাধুলায় অংশগ্রহণ করাই বড়৷ এই সংঘকে ক্রীড়ার আনুষঙ্গিক সরঞ্জাম, ১ হাজার গাছ উপহার দিবো এবং কর্মসংস্থানের সুযোগ হিসেবে নিজ প্রতিষ্ঠান স্টেড ফাস্ট লিমিটেডে এর উদ্যোগে “জব ফেয়ার” এর আয়োজন করে সকলের পাশে থাকার ইচ্ছে ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি৷
কুকরুল যুব সংঘের রংপুর মিনি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল রতন একাদশকে ১ গোলে হারিয়ে নিউতাল একাদশকে বিজয়ী হয়ে ছিনিয়ে নেন চ্যাম্পিয়ন পুরস্কার।
ব্যতিক্রমী উদ্যোগে উভয়ই দলকেই বৃক্ষ ও ছাগল পুরস্কার দেয়া হয়। নিউতাল একাদশ সংঘের পক্ষ থেকে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে নেন আলী। রানার্স আপ রতন একাদশের পক্ষ থেকে পুরস্কার তুলে নেন সোহাগ।