ভারতে স্যামসাং কারখানায় বেতন বাড়ানো ও কর্মঘণ্টা কমানোর দাবিতে কর্মীরা ধর্মঘট করছেন। দেশটিতে স্যামসাংয়ের দুটি কারখানা রয়েছে। এর মধ্যে গত সোমবার চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ৮০০ কর্মী ধর্মঘট শুরু করেন। কারখানাটিতে শুধু ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হয়।
ধর্মঘট শুরুর পর উৎপাদনের হার অর্ধেকে নেমে আসে। মঙ্গলবার কারখানাটিতে ৩০ শতাংশ উৎপাদনকাজ ব্যাহত হয়। ধর্মঘটে যোগ দেওয়া এক কর্মী বলেন, ‘জীবিকা নির্বাহের মতো বেতন দিলে ও সম্মানজনক ব্যবহার করলে কোনো ইউনিয়নে যোগ দেওয়ার কথা আমরা ভাবব না।’ বেতন ও কর্মঘণ্টা কমানোর পাশাপাশি স্যামসাংয়ের কর্মীরা সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ানস গ্রুপের সমর্থিত একটি সংগঠন দাঁড় করাতে চান।
স্যামসাংয়ের কাছে এ সংগঠনের স্বীকৃতিও চান তারা। শ্রমিক অসন্তোষের সমাধান খুঁজতে স্যামসাংয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রধান জেবি পার্ক কারখানা পরিদর্শনে যান।
শ্রমিক ইউনিয়নের নেতা মুথুকুমার জানান, বুধবার পর্যন্ত উভয় পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। শুক্রবার পর্যন্ত কর্মবিরতি চলবে।