নতুন করে এগারো হাজার ৭৮৩ জন প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাত দেশে কাজ চলছে। আরো ৩৩ দেশে পর্যায়ক্রমে ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। পরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিস ইলেকশন ডাটাবেইজে সার্ভার স্টেশন নির্মাণের উদ্যোগ নিচ্ছে ইসি। ২০২৮ সালের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা আছে। ব্যয় হবে ৪১.৪০ মিলিয়ন ডলার।
মো. সানাউল্লাহ বলেন, আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ, সংসদ নির্বাচনের প্রস্তুতি জানিয়েছি। প্রবাসীদের ভোটে সহায়তা চেয়েছি। ওআইসিভুক্ত দেশগুলো প্রবাসী ভোটে সহায়তা করবে। সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন তারা।
তিনি বলেন, ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের সাথে কথা বলে বুঝেছি প্রক্সি ভোট মন্দের ভালো। এপ্রিল মাসের ৮ তারিখ এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথে ওয়ার্কশপ আয়োজন করবে ইসি।