আজ ১৭ মার্চ। শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলন, আটান্নর আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব আন্দোলনের কারণে বারবার কারাগারেও যেতে হয় তাঁকে।
প্রতিবছর আওয়ামী লীগ ঘটা করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেও এবার তেমনটি হচ্ছে না। তবে আওয়ামী লীগের অফিশিয়াল ই-মেইল থেকে দিনটি উপলক্ষে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।