শিরোনাম
বিএনপিকে আবারও মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দাপ্রধান লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা বিচার বিভাগের স্বাধীনতায় স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা জরুরি: প্রধান বিচারপতি মতাদর্শিক দূরত্ব ফেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণইফতারে শিবির-ছাত্রদল কারাগারে রংপুরের শীর্ষ মাদক কারবারি মজনু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষকের প্রাণ কেড়ে নিলো চলন্ত ট্রাক রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়ল কৃষকের দুই ঘর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর নীতিগত অনুমোদন
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম ব্রহ্মপুত্র নদের পূর্ব কিনারে থেকে লাশ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে। সুরুজ্জামান উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর জাকিরের কথিত বড় ভাই। গত ৭ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, ‘আরিফ ট্রাক্টর চালায়। শনিবার রাত ১২ টার দিকে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। পরে মধ্যে রাতে আরিফ সেহেরি খাওয়া শেষে ট্রাক্টরসহ কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। কিন্তু সকালে তার ভাসমান লাশ দেখতে পাই। আমার বড় ভাই আতিকুর গিয়ে লাশ ডাঙ্গায় তোলে। পরে পুলিশ এসে লাশ ও আলামত উদ্ধার করে নিয়ে যায়। আমার ভাইকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’

নৌকা ও ভূট্টা ক্ষেতে মাদক সেবনের আলামত পাওয়া প্রশ্নে আনোয়ার বলেন, ‘যারা আমার ভাইকে মেরেছে তারা মাদক সেবন করেছিল। আমাদের সন্দেহ তারা আমাদের গ্রামের বাসিন্দা। আগে থেকে শত্রুতার বশে ভাইকে মেরে ফেলছে। এরপর নৌকার আড়ালে লাশ ফেলে রাখছে। আমরা থানায় মামলা করবো।’

আরিফের মাদক সংশ্লিষ্টতা প্রশ্নে আনোয়ার বলেন, ‘ পাঁচ বছর আগে তার মাদক সেবনের অভ্যাস ছিল। এজন্য তাকে কয়েক মাস মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল। সেই থেকে মাদক সেবন বাদ দিছে। পরে বাবা তাকে গাড়ি কিনে দিছে।’

ওসি লুৎফর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মাদক সেবনের আলামত প্রশ্নে ওসি বলেন, ‘লাশের পাশে থাকা নৌকা ও পাশের একটি ভূট্টা খেতে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় তদন্ত করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ