গত ২৫ শে ফেব্রুয়ারি এস আর গ্লোবাল নেটওয়ার্কের আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হয় ভারতের চন্ডিগড় ইউনিভার্সিটি এর স্পট এডমিশন এন্ড সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার মি. ভাস্কর রায়।
এই দিনে ৫০% স্কলারশিপ নিয়ে সরাসরি ইউনিভার্সিটির প্রতিনিধির উপস্থিতিতে এডমিশন নেয় রংপুরের শিক্ষার্থীরা।
স্পট এডমিশন শেষে চন্ডিগড় ইউনিভার্সিটির মিটিংয়ে এ উপস্থিত ছিলেন মো:সানাউল্লাহ,শাহান ইন্টারন্যাশনাল স্কুল রংপুর এর অধ্যক্ষ মো:জাবেদ আলী,রংপুর সিটি কলেজের প্রভাষক নাজমুল বারি,পজিট্রন কোচিংএর পরিচালক শরিফুল ইসলাম সুমন,এস আর গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো:মেজবাহুল ইসলাম, এস আর গ্লোবাল নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর সালেউর রহমান।
এই দিনে যে সকল শিক্ষার্থীরা এডমিশন নিতে পারেনি তারা ৫০% স্কলারশিপে সরাসরি এডমিশন নিতে পারবেন।
ঠিকানা:এস আর গ্লোবাল নেটওয়ার্ক,টুইন রুফট অফ বিল্ডিং,চার তলা মোড়, কলেজ রোড,রংপুর।
মোবাইল :০১৭১৬৪৮৮৭০৭, ০১৬১৬৪৮৮৭০৭