গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত শিমুলী বেগম গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা (কানিপাড়া) গ্রামের জাফুরুল ইসলাম রোববার বিকেলে তার বাড়ি সংলগ্ন খুলিতে কাপড় শুকানোর জন্য বাঁশ দিয়ে আড় তৈরির করছিলো।
এ সময় তার প্রতিবেশি শহিদুল ইসলাম(৪৬), মেনারুল শেখ(৩৩), সিয়াম শেখ(২২) ফারুক শেখ(৩৪), মিজানুর শেখ(২৫), এজাজুল শেখ(৩৫) ও স্বপ্না বেগম(২৬) সেখানে এসে আড় তৈরির বাঁশটি তাদের বলে দাবী করলে বিষয়টি নিয়ে জাফুরুলের সাথে প্রথমে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে শহিদুল ও সিয়ামের নেতৃত্বে তাদের পরিবারের লোকজন একত্রিত হয়ে চাইনিজ কুড়াল, রড, লাঠি, পাঁচা, ছোরাসহ দেশিয় অস্ত্র নিয়ে জাফুরুলের বসত বাড়িতে প্রবেশ করে জাফুরুলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় জাফুরুলের চিৎকারে তার বোন শিমুলী বেগম ও ভাতিজী জ্যোতি খাতুন সেখানে এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে তাদেরকে গুরুতর আহত করে তাদের দু’জনের শ্লীলতাহানী ঘটানোসহ গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিমুলী বেগম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহার পেয়েছি- বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।