রংপুরের কাউনিয়া উপজেলায় ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১০ মার্চ রবিবার উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ সাজু মিয়া (২০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় ১০ মার্চ রবিবার আসামী সাজু মিয়াকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বাজেমসকুর গ্রামে নিজ বাড়ির সামনে অভিযুক্তের দোকানে ভুক্তভোগী ওই শিশু চকলেট কেনার জন্য যায়। এ সময় দোকান মালিক সাজু মিয়া ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বাসায় গোয়াল ঘরে ডেকে নিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে প্যান্ট খুলে যৌন নিপীড়নসহ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ভুক্তভোগী শিশুটির চিৎকারে ভিকটিমকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নামাজে যায় সাজু মিয়া। ভুক্তভোগী শিশুটি কান্না করে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল বলেন, ঘটনার পর অভিযুক্ত আসামী সাজু মিয়া বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। আজ রবিবার সকালে অভিযুক্ত আসামী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।