ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মোজাম্মেল হক মানিক নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার সময় অভিযুক্ত ওই শিক্ষককে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। আজ রোববার সকালে জেলা আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
এর আগে শনিবার প্রাইভেট পড়তে গিয়ে ওই শিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় মামলার পর ওই দিন বিকেলে অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষক মানকিকে আদালতে নিয়ে যায় জেলা পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে ছাত্র-জনতার মুখোমুখি। অভিযুক্ত মানিককে দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাঁকে গণপিটুনি দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিককে আদালতের হাজতে নেয় পুলিশ।
পরে শহর চৌরাস্তা মোড়ে মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেন বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে এসে অবস্থান নেয়। এ সময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গতকাল শনিবার সদর উপজেলার একটি গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষক মানিকের কাছে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী। এরপর সদর উপজেলার ভূল্লী থানায় ধর্ষণ মামলা করে তারা।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়। আদালতে তোলার সময় মানিককে দেখে বিক্ষুব্ধ জনতা বেশি উত্তেজিত হয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’