শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ডেস্ক নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

“অধিকার, সমতা, ক্ষমতায়ন সকল নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরে আন্তজাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর মোঃ শহিদুল ইসলাম (এনডিসি)। জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী (বিপিএম), রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক (অঃ দাঃ) মোছাঃ সেলোয়ারা বেগম।

আলোচনা শেষে ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন পেলেন হামিদা খাতুন, মৌরি আক্তার, আশরাফিয়া, জেসমিন আক্তার, রুবি বেগম, ছালেহা, ইয়াছমিন আক্তার ছালমা ইয়াসমীন, ফরিদা ইয়াসমীন, বুলবুলি।

অনুষ্ঠানের অংশগ্রহণে ছিলেন ব্র্যাক, আরডিআরএস বাংলাদেশ জননী প্রজেক্ট, এডাব, টিআইবি (সনাক), দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র, ইএসডিও, নীড, কমিউনিটি কেয়ার রিসাত, ওএসডিও, নব প্রভাত ফাউন্ডেশন, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, নাগরিক উদ্যোগ, স্বর্ণ নারী এসোসিয়েশনসহ বিভিন্ন মহিলা সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ