ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ ভুট্টা ক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সৎভাই লাইস(১৩)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে এঘটনা ঘটে। শিশু সিয়াম উপজেলার ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের সিয়ামে মা সানু আক্তার জানায়, আমি দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে গরুর ঘাঁস আনতে যাই, ফিরে এসে দেখি সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টা খেতে তার লাশ আমরা দেখতে পাই। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তাকে মেরে ফেলছি।পুলিশ ভুট্টা ক্ষেত থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে।