পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে, রংপুর সদর উপজেলার পাগলাপীর সহ সদরের বিভিন্ন হাট বাজার গুলোতে জুয়েলারি দোকান, হোটেল ,ব্যাংক, এনজিও সহ বিভিন্ন দোকানের মালিকদের তাদের দোকানের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ করেন রংপুর কোতোয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) অলিভ মাহমুদ৷
রংপুর সদর উপজেলার,পাঁচ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাগলাপীর বাজার সহ সদরের বিভিন্ন হাট বাজারের দোকান যাতে চুরি না হয় তাই রাতে থানার পক্ষ থেকে পুলিশ টহল ব্যবস্থা গ্রহণ করেছেন (ওসি) অলিভ মাহমুদ৷