শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন, ব্যবসায়ী ও পরিবেশকদের পাল্টাপাল্টি অভিযোগ

ডেস্ক নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের বাজারে আলু, কপি, লেবু, বেগুনসহ বেশকিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে। সঙ্গে সুপার সপ ও দোকানগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। ফলে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে মুনাফ লুটছে অসাধু ব্যবসায়ীরা। এ যেনো তেল নিয়ে হচ্ছে তেলেছমাতি কারবার। ব্যবসায়ী ও পরিবেশকদের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে চলছে ইঁদুর-বিড়াল খেলা। অত্যাবশ্যকীয় এই ভোগ্যপণ্যের কৃত্রিম সংকটে চরম ভোগান্তিতে ভোক্তারা। ফলে স্বাস্থ্যঝূঁকি ও ভোজ্য পণ্যের ভোগান্তি নিয়েই ভোক্তাদের শুরু করতে হয়েছে পবিত্র মাহে রমজান। তবে সরকারি সংস্থাগুলোর দাবী অন্য সময়ের তুলনায় এবার রমজানে বেশির ভাগ পণ্যের দাম নাগালে রয়েছে।

এদিকে কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পরিবেশকদের কাছে বোতলজাত সয়াবিনচেয়েও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। অন্যদিকে কোম্পানিগুলোর প্রতিনিধি বলছেন খোলা তেলে লাভ বেশি হওয়ায় দোকানিরা বোতলের তেল খুলে বিক্রি করছেন কিনা তা খতিয়ে দেখা উচিত।

সোমবার (৩ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং নিয়ে প্রস্তুতিমূলক এক সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়।

সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, বাজারে কোনো ধরণের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ছাড়াও কারাদন্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো মূল্যে বাজার স্থিতিশীল রাখা হবে। এছাড়া তিনমাস আগে থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং হচ্ছে। কোথাও অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

 

শহরের সুপার সপ ও একাধিক বাজারের পাইকারি এবং খুচরা বিক্রেতাদের দোকান ঘুরে পাওয়া যায়নি বোতলজাত সয়াবিন তেল। ফলে বাধ্য হয়েই স্বাস্থ্যঝুঁকি নিয়ে খোলা তেল কিনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন গ্রাহকরা। প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। তবে খোলা তেলে অতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ক্রেতারা।

স্থানীয় বিক্রেতারা জানান, কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পরিবেশকদের কাছে তারা বারবার তাগিদ দিয়েও বোতলজাত সয়াবিনের সরবরাহ পাচ্ছেন না। ক্রেতারা আসলে তাদের খোলা তেল সরবরাহ করতে হচ্ছে। প্রথমে আপত্তি করলেও কয়েক দোকান ঘুরে শেষে খোলা তেল কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।

কুড়িগাম শহরের আদর্শ পৌর বাজারের ব্যবসায়ী নাঈম ইসলাম বলেন, ‘অনেক দিন থেকেই কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না। গ্রাহকরা বারবার বোতলজাত সয়াবিন তেলের দাবি করলেও দিতে পারছি না। বাধ্য হয়েই গ্রাহকরা খোলা তেল নিয়ে ফিরছেন। এছাড়া কোম্পানিগুলো বোতলজাত তেল দিতে নানা শর্ত জুড়ে দিচ্ছে। এক কার্টন তেল নিতে এক বস্তা প্যাকেট চাল, আটা কিংবা সরিষার তেল নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন কোম্পানির প্রতিনিধিরা। এসব শর্ত দিয়ে ব্যবসা করা সম্ভব না।’

শহরের সুপার সপসহ বেশ কয়েকটি দোকান ঘুরে এই ব্যবসায়ীর কথার সত্যতা পাওয়া যায়। কোনও দোকানে বোতলজাত সয়াবিন পাওয়া যায় নি। দুই একটি দোকানে ভেজিটেবল অয়েলের বোতল পাওয়া গেলেও তার সংখ্যা সীমিত।

ব্যবসায়ীদের অভিযোগ, তীর, রূপচাঁদা, ফ্রেশ এবং পুষ্টি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা (এসআর) বোতলজাত তেলের সঙ্গে চাল, আটা ও সরিষার তেল নেওয়ার শর্তে বোতলজাত সয়াবিন সরবরাহ করতে চাচ্ছেন। রাজি হলে দুই কার্টনের বেশি তেল দিতে চাইছেন না তারা। ফলে গ্রাহকরা বোতলজাত সয়াবিন পাচ্ছেন না।

শহরের মুদি দোকানি আয়নাল হক বলেন, ‘কোম্পানির অন্য পণ্য নেওয়ার শর্ত ছাড়া বোতলজাত সয়াবিন মিলছে না। কোম্পানিগুলো শর্তের জালে দোকানদারদের জিম্মি করছে। ডিলারদের ফোন দিলে বলছে তেল নাই।’

একই কথা বলেছেন জিয়া বাজারের আরেক মুদি দোকানি আকরাম হোসেন। তিনি বলেন, ‘কয়দিন আগে রূপচাঁদা কোম্পানির এসআর এসে এক কার্টন তেলের সঙ্গে এক বস্তা প্যাকেট চাল নেওয়ার শর্ত দিয়ে গেছেন। নিতে পারি নাই। বোতলজাত সয়াবিন না থাকলেও খোলা সয়াবিন সরবরাহ স্বাভাবিক আছে।’

জিয়া বাজারে তেল নিতে আসা আমিনা বেগম বলেন, ‘বোতলের সয়াবিন কিনতে আসছি। কোথাও পাচ্ছি না। বাধ্য হয়ে খোলা তেল কিনলাম।’

কুড়িগ্রামে ফ্রেশ সয়াবিন তেলের ডিলার দবির হোসেন। যোগাযোগ করলে তার ম্যানেজার পাপ্পু বলেন, ‘কোম্পানি তেল না দিলে আমরা কী করবো। আমরা বারবার তেল চেয়েও পাচ্ছি না। তারা বলছে, তাদের তেলের সরবরাহ কম। আপনারা কোম্পানির সঙ্গে কথা বলেন।’

রূপচাঁদা কোম্পানির বিক্রয় প্রতিনিধি সাব্বির বলেন, ‘আমরা তেল পাওয়ামাত্র মার্কেটে ছাড়ছি। সরবরাহ তুলনামূলক কম হলেও আমরা আটকে রাখছি না। জিয়া বাজার, পৌর বাজার, খলিলগঞ্জ বাজারসহ বিভন্ন বাজারে বোতলজাত তেল দিয়েছি। আমার কাছে প্রত্যেকটার বিক্রয় স্লিপ আছে। এছড়া শহরের বিভিন্ন বাজারে চাহিদাপত্র নিয়েছি। এগুলো সরবারহ করা হবে।’

দোকানদারদের অভিযোগের বিষয়ে এই বিক্রয় প্রতিনিধি বলেন, ‘বোতলজাত তেলের চেয়ে খোলা বিক্রিতে লাভ বেশি। দোকানিরা বোতলের তেল খুলে বিক্রি করছেন কিনা সেটাও খতিয়ে দেখা উচিত।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বলেন, ‘বোতলজাত সয়াবিনের সঙ্কটের বিষয়টি আমাদের জানা আছে। আশাকরি দ্রুত এর সমাধান হবে। বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।’ এছাড়া আমরা টিসিবি’র পণ্য পেয়েছি, সেগুলো বিভিন্ন উপজেলায় বিক্রিও শুরু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ