শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

রংপুরের তারাগঞ্জে দুটি অবৈধ ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা এইচ বি এল ও বিবিএল নামের দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে উপজেলার হাড়িয়ারকুঠি হাতিবান্দা এলাকায় ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় এইচ বি এল ও বিবিএল নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ইঁভাটা দুটিতে প্রশাসনের নিয়ে যাওয়া এক্সকাভেটর যন্ত্র দিয়ে দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানার। জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটঁভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধা এলাকায় গড়ে উঠা এইচ বিএল ও বিবিএল দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সেনাবানিী, ফায়ার সার্ভিস থানা পুলিশ এ অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইঁভাটা গুলো উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ