ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে অগ্নিকান্ডে ৯ টি পরিবারের ২৫ টি ঘর, গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
রবিবার গভীর তারে উপজেলার চাপা পাড়া গ্রামে এই অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
খনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান শহিদ হোসেন ও স্থানীয়রা জানায়, গভীর রাতে চাপা পাড়া গ্রামে রমজান আলীর ছেলে মানিক হোসেন এর বাড়িতে আনুমানিক রাত বারটায় সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডে সূত্র হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে মানিকে তিনটি ঘর,শাহজামালের তিনটি ঘর, নুরজামাল তিনটি ঘর, লিপনের তিনটি ঘর, সুমনের তিনটি ঘর, সবুজের তিনটি ঘর, সমশের তিনটি ঘর, সহেলর দুইটি ঘর, রমজানের তিনটি পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটে সদস্যরা ঘটনা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে সকলের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারগুলি এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। সরকার বাহাদুর এর কাছে সাহায্য আবেদন জানিয়েছেন তারা।