সীমান্তে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ মার্চ) ভোর ৫টায় দেওয়ানগঞ্জ থানাধীন দক্ষিণ রহিমপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৮১-৪ এস বাংলাদেশের ১শ গজ অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ আটক করেন ঝাউডাংগা সীমান্ত ফাঁড়ী। এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল আলম।
তিনি বলেন, নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে মদের বোতলগুলো আটক করা হয়। পরে আটককৃত মদের বোতলগুলো দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শামছুল আলম আরও বলেন, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এবং বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।