শিরোনাম
রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন প্রশাসন গাইবান্ধার পলাশবাড়ী‌তে পুকুরে বিষ, দুই লাখ টাকার মাছ নিধন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ ট্রেনে ঈদ যাত্রা : ২৫ মার্চের টিকিট মিলছে আজ আজ ২ কোটি ২৬ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

বিএনপির সদস্য ফরম বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

 

মাগুরা সদর উপজেলায় সদস্য ফরম বিতরণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান।

আহতদের মধ্যে আল মামুন (৪০), শিমুল (২৫), রাহাদুজ্জামান (১৬), মাহুরাব (৪০), কোরবান (৩২), মিজানুর (৫৫), রেজা (২৩), বিপ্লব (৩৫), শামীম (২৩) চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানা গেছে।

আহতরা সাংবাদিকদের জানান, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচির অংশ হিসেবে বগিয়া ইউনিয়নের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করা চলছিল। এ সময় বিষয়টি নিয়ে বগিয়া ইউনিয়ন পরিষদের দুই সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং আনিচুর রহমান সরদারের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে দুপক্ষ সংঘর্ঘে জড়ায়।

আনিচুর রহমান সরদারের সমর্থক শামীম আহম্মেদ অভিযোগ করে বলেন, “আগে থেকে এই ইউনিয়নে বিএনপির মধ্যে বিরোধ ছিল। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য নয় জনের একটি সার্চ কমিটি দেওয়া হয়। সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নয়টি ওয়ার্ডের বিএনপির সমর্থকদের ডেকে ফরম বিতরণ শুরু হয়। শুরুর দিকে সব ঠিক থাকলেও পরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।”

 

অন্যদিকে নিজাম উদ্দিনের সমর্থক আল মামুন অভিযোগ করে বলেন, “সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রথম দিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে হলেও শেষের দিকে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।”

সংঘর্ষের সূত্রপাতের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “স্থানীয় আওয়ামী লীগের সমর্থককে সদস্য ফরম দেওয়া হয়েছিল। এ থেকে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।”

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ বলেন, “বগিয়া ইউনিয়নে সদস্য ফরম বিতরণের সময় দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে।”

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “বগিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ