নীলফামারীর ডোমারে অপারেশন ডেভিল হান্টে উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি দিঘলটারী এলাকা থেকে শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর ইসলাম (৪১) একই এলাকার মোশারফ হোসেনের পুত্র।
গ্রেফতারকৃত নুর ইসলাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাকে জেলা আদালতে সোপর্দ করা হয়।