কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে কলেজের বিজয় ২৪ ছাত্রাবাসের নিচ তলার একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পান। পরে আকাশের বড় ভাই আরিফুজ্জামান আপেল কলেজ ছাত্রাবাসে পৌঁছে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ফরম পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আকাশকে অবরুদ্ধ করে নিজেদের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ছাত্রদল নেতাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।