দ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন শাহ (৫৪) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক রংপুর হারাগাছ থানার বধুকমলা গ্রামের মৃত বদির উদ্দিন শাহের ছেলে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম সোহেল।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রংপুর নগরীর বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের ফাঁকা শ্রেণি কক্ষে ডেকে নিয়ে যৌন চাহিদা পূরণের জন্য নানান কৌশল অবলম্বন করেন অভিযুক্ত শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষোভে ফেটে পরেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ বিষয় হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর পরপরেই অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেফতার করা হয়। আজকে সকালে অভিযুক্তকে কোর্টে প্রেরণ করা হয়েছে।