ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে এক দর্শনার্থীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল কর্মী সামিউল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শিক্ষার্থী। টাকা লেনদেনের স্ক্রিনশট প্রতিবেদকের হাতে এসেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি রোডে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে বই মেলায় আসেন। পেছন থেকে ক্যাম্পাসের ১৩তম ব্যাচ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্র মো. সামিউল ইসলামসহ পাঁচজন তাদের পথরোধ করেন। এ সময় তারা দু’জনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন। টাকা নেই জানালে তাদের জোর করে পার্কের মোড়ের একটি দোকানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৯শ টাকা ক্যাশ আউট করিয়ে নেন তারা।
এ বিষয়ে সামিউল ইসলাম বলেন, ‘আমি টাকা নেইনি। এক ভাই আমার বিরুদ্ধে থানায় ডায়েরি করিয়েছেন। কে টাকা নিয়েছে সব প্রমাণ আছে। আমি শুধু ওখানে গিয়ে ফেঁসে গিয়েছি।’
পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, গতকাল ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেব। সেখান থেকে নির্দেশনা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’পক্ষকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’