এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের আয়োজনে থাকছেন দিল্লির মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীরা।
এবারও সা’দ কান্ধলভি ইজতেমায় আসছেন না বলে জানা গেছে। ইতিমধ্যে দেশি-বিদেশি মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারীরা ছয় দিন ইজতেমা করে গত ৫ ফেব্রুয়ারি ময়দান ত্যাগ করেন। তারা গাজীপুর জেলা প্রশাসনের হাতে ইজতেমার সব মালপত্র ও পুরো ময়দান বুঝিয়ে দিয়ে যান। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাওলানা সা’দ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরুর দিন পবিত্র শবেবরাত হওয়ায় দিবসটি আলাদা একটি গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন মাওলানা সা’দ অনুসারী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
তিনি আর জানান, সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। ইজতেমার দ্বিতীয় পর্বেও দেশ-বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে হাজির হবেন। ইতিমধ্যে তারা আসতে শুরু করেছেন। এজন্য পুরো ময়দানকে ৮১টি খিত্তায় ভাগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব অনানুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হবে। আর আগামীকাল শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এরপর ধারাবাহিকভাবে চলবে তিন দিনের সব কার্যক্রম। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, গতকাল বুধবার পাকিস্তান থেকে একটি জামাত ময়দানে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবারের মধ্যে দিল্লির নিজামউদ্দিন থেকে আরও বেশ কিছু জামাত ময়দানে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন।