শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত-১, আহত ১৭, আটক-৩ দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক নিউজ / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদত হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য রৌমারী থানায় নিয়ে আসে । তবে মঙ্গলবার ঘটনাস্হলে ৩ পলিশ সদস্যের দায়িত্বে অবহেলা করায় তাদেরকে বুধবার প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) লুৎফর রহমান।

 

পুলিশ, স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে দির্ঘদিনধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন (১১ ফেব্রুয়ারী) বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক ভাড়াটিয়াল বাহিনী নিয়ে সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোক ৯৯৯ এ ফোন দিলে।

রৌমারী থানার পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল। পরে স্থানীরা তাদের কে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। তাদের স্বাস্থের বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকাল ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহাদত হোসেন নামে একজন মারা যান। এ নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনা বিরাজ করে। পড়ে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার, রৌমারী ও রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে ও পুলিশের এসআই শাহাদতের ওপর চড়াও হয়। এতে তোপের মুখে পড়ে পুলিশ।

 

মঙ্গলবার পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও কনস্টেবল রাশেদকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আজিজুল হক নামের একজন বাদী হয়ে ৪৩ জনকে আসামী ও ৫০-৬০ জনকে অজ্ঞাত করে রৌমরী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আটককৃত ৩ জন হলেন আফরিনা আকতার, কুপিয়া বেগম ও আফরুজা বেগম।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ৩ পুলিশ সদস্য কে প্রত্যাহার করা হয়েছে। এবং একটি নিয়মিত হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য রৌমারী থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সাথে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ