শিরোনাম
রংপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তার অধিকার দিবস পালন হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন  কুড়িগ্রামে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলেন প্রশাসন গাইবান্ধার পলাশবাড়ী‌তে পুকুরে বিষ, দুই লাখ টাকার মাছ নিধন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ ট্রেনে ঈদ যাত্রা : ২৫ মার্চের টিকিট মিলছে আজ আজ ২ কোটি ২৬ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশনার

ডেস্ক নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই লক্ষ্য নিয়েই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই।

সোমবার সন্ধ্যায় ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের বিভিন্ন মহলের সহায়তা কামনা করে তিনি আরও বলেন, অতীতের গ্লানি মুছে ফেলতে কী কী করা প্রয়োজন তা আমরা এক্সারসাইজ করে রেখেছি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এবং তা অনুযায়ী কাজ করব।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। তিনি বলেন, মানিকগঞ্জে একটি সংসদীয় নির্বাচনি আসন কমানো হয়েছে। আসন পুনরুদ্ধারে অনেক আবেদন নির্বাচন কমিশনের কাছে এসেছে। এ বিষয়টি দেখা হবে। বর্তমানে নির্বাচনি আসনের সীমানা নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট একটি আইন রয়েছে। এ আইনের বিষয়ে যদি অর্ডিন্যান্স জারি হয়, তখন এ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন হবে। নির্বাচন কমিশনার বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার।এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।

জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন প্রমুখ।

এর আগে দুপুরে শিবালয়ের নালী কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন, বিএনপির পক্ষ থেকে জেলা আহ্বায়ক সদস্য সত্যেনকান্ত পন্ডিত ভজন, উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে মানিকগঞ্জে বর্তমান তিনটি আসন পরিবর্তন করে আগের চারটি আসন পুনর্বহাল দাবি করে স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ