প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। তবে শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রোববার (৯ ফেব্রুয়ারি) তিনি বলেন, এজন্য সবার আন্তরিক সহযোগিতা দরকার। সমস্যা আসবে, সেগুলো ওভারকাম করতে হবে।
তিনি আরও বলেন, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে, বিপক্ষে যেতে চাই না। ইসির উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না করতে পারলে, পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে। শুধু ইসি নয়, সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরন করা হয়েছিল।