শিরোনাম
ফলের বাজার নিয়ন্ত্রণে কমলা, আপেল, নাশপাতি ও আঙ্গুরে কর হ্রাস আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সারা দেশে ৫ শিশুকে ধর্ষণ, চার শিশুকে ধর্ষণচেষ্টা ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম অপতথ্য মোকাবিলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক যৌথ সংবাদ সম্মেলনে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার দিনাজপুরের বিরামপুর সরকারি খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নীলফামারীতে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন

বেরোবির বঙ্গবন্ধু-বঙ্গমাতা হলের নাম পাল্টে ‘বিজয় ২৪’ ও ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত

ডেস্ক নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হল দুটির নাম পরিবর্তন এবং প্রতিবছর ১৬ জুলাইয়ে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য ড. এম শওকাত আলী। এর আগে, উপাচার্যের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য শওকাত আলী জানান, শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে ‘শহীদ ফেলানী হল’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি রাতে ওই দুটি হলের নামফলক ভেঙে দিয়ে তাতে বিজয় ২৪ হল এবং শহীদ ফেলানী হল লিখে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওইদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামফলক বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়ার পর প্রতিষ্ঠাকালীন নাম রংপুর বিশ্ববিদ্যালয় নামও ঘোষণা করে তারা। তবে সিন্ডিকেট সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে মুজিববাদ ও ফ্যাসিবাদের কোনো নিশানা রাখবো না। এরমধ্যেই দুটি হলের নামফলক আমরা ভেঙে দিয়েছি। প্রশাসন সিন্ডিকেট সভায় আমাদের প্রত্যাশিত নামকরণ করেছে। সেজন্য আমরা খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ