আবু সাঈদ, মুগ্ধের রক্তের সাথে বেঈমানী করে বিতর্কীত উপদেষ্টা নিয়োগ দিলে ছাত্র জনতা উপযুক্ত জবাব দিবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ.জেড. এম জাহিদ হোসেন।
আজ সকালে রংপুর জেলা শিল্প কলা একাডেমিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস শীর্ষক আলোচনা সভায় একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশেরে জণগন মুখিয়ে আছেন ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য। যদি ভোট প্রয়োগ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে বেশিদিন পিছিয়ে রাখেন তাহলে জনগণ আপনাদের পাশে বেশি দিন থাকবে না।
আলোচনা সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বিএনপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।