শিরোনাম
দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার রংপুরে মামলা থেকে নাম সরাতে ব্যবসায়ী মারফত ঘুষ দাবি পুলিশ কর্মকর্তার, বাদীকে থানাতেই মারধর জাতিসংঘ মহাসচিবের কাছে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারীর মাঝে সেলাই মিশিন বিতরণ ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শোভনের পিতা গ্রেফতার
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাট সদরে ৪ বছরেও শেষ হয়নি সড়কের সংস্কার কাজ, জনদুর্ভোগ চরমে

ডেস্ক নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বাজার হতে সাপটানা পর্যন্ত সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ ৪ বছরেও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে মোগলহাট ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এই ভোগান্তি দূর করতে ২০২১ সালে শুরু হয় মোগলহাট থেকে সাপটানা সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ। গত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি সংস্কার কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার কয়েক হাজার মানুষ।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২১ সালে ঘূর্ণিঝড় আম্ফান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় আট কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুট পর্যন্ত প্রশস্ত করার উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। ছয় কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় বেলাল কনস্ট্রাকশন ও হামিদ ট্রেডার্স। তবে তিন বছর পেরিয়ে গেলেও আজও শেষ হয়নি সেই সংস্কার কাজ।

রিকশাচালক লুৎফর রহমান (৫০) বলেন, ‘এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা খুবই অসুবিধা। অনেকদিন থেকে রাস্তাটি ভাঙ্গা। এই রাস্তায় গাড়ি চালানো দুষ্কর।’

মোগলহাট এলাকার ফরহাদ হোসেন (৩৬) বলেন, ‘এই রাস্তাটির কাজ তিন চার বছর আগে শুরু হয়েছে। আজও শেষ হয়নি রাস্তার কাজ। শুধুমাত্র খোয়া বিছিয়ে ঠিকাদার পালিয়েছে। আমরা এই এলাকার মানুষজন চরম ভোগান্তিতে রয়েছি। যত দ্রুত সম্ভব রাস্তার সংস্কার কাজ শেষ করার দাবি জানাই।

একই এলাকার হেলাল হোসেন (৩০) বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছি, এলজিডিকে জানিয়েছি। কিন্তু তারা সাড়া দেইনি। তাই দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আমরা এলাকাবাসী সড়ক অবরোধ করবো।’

সড়ক সংস্কার ও প্রশস্তকরনের বিষয়ে ঠিকাদার ও এলজিইডির কোন সাড়া না পাওয়ায় দাবি আদায়ে এবার মাঠে নেমেছে স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষ। গত সোমবার এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন না হলে সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলম বলেন, ‘আমি নিজে রাস্তাটি পরিদর্শন করেছি। মূল ঠিকাদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু তিনি মৌখিকভাবে অপারগতা প্রকাশ করেছেন। তাই আগামী রমজান মাসের মধ্যে ওই রাস্তার দরপত্র নতুনভাবে আহ্বান করা হবে এবং যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করা হবে।’

তিন বছরের বেশি সময় ধরে অসমাপ্ত ভাটিবাড়ি-মোগলহাট সড়ক সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে আর ভোগান্তি কমবে সাধারণ মানুষের এমনটাই প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ