শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

২০১৮’র নির্বাচনের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে

ডেস্ক নিউজ / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

২০১৮ সালের বিতর্কিত ভোটে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকে একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

রাত ৮টা ১০ মিনিটে ভেরিফায়েড পেজে আসিফ মাহমুদের একটি ফটোকার্ড পোস্ট করেছেন অ্যাডমিন। এতে লেখা হয়েছে, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

আর পোস্টে ক্যাপশনে লেখা হয়েছে,

সঠিক জনপ্রতিনিধি পেতে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই। যাদের মদদে ফ্যাসিবাদের ডালপালা ছড়িয়েছে, তাদের উপড়ে ফেলার বিকল্প হতে পারে না।

এদিকে আওয়ামী লীগ আমলের বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ওইসব কর্মকর্তা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

তাদের মধ্য থেকে ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়েছে। এরপর দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। যাদের চাকরির বয়স ২৫ বছর কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।

এবার এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ