নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি মাসুদ রানা পাইলটকে (বাবু) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
তম উপজেলার ওই ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নয়ন কুমারের নেতৃত্বে একদল পুলিশ শহরের মুন্সিপাড়া থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
সৈয়দপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে মাসুদ রানা পাইলটকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।