শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

সীমান্তে ঢুকে পড়লো ভারতীয় মহিষ, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড ব্যটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই মহিষ আটক করে ৫৩ বিজিবি। তবে এ সময় কাওকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাংগা বিওপির একটি টহল দল জেলার সদও উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এ সময় বুধবার দিবাগত গভীর রাত পৌনে ৩টায় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন ১০টি মহিষ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তা জব্দ করে বিজিবি সদস্যরা।

তিনি আরও জানান, ধারণা করা যায় মহিষগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে পাচার করে এনে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে বিক্রির ব্যবস্থা করা হতো। তবে আটকের পর মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান অধিনায়ক লে. কর্ণেল মো. মনির-উজ-জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ