শিরোনাম
আজ ২ কোটি ২৬ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেবীগঞ্জে মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন  আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন : সারজিস যৌথ অভিযানে সাত দিনে ৩৮৩ অপরাধী গ্রেপ্তার রংপুরে মামলা থেকে নাম সরাতে ব্যবসায়ী মারফত ঘুষ দাবি পুলিশ কর্মকর্তার, বাদীকে থানাতেই মারধর জাতিসংঘ মহাসচিবের কাছে নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নীলফামারীতে যাবজ্জীবন কারাভোগ শেষে ২ নারীর মাঝে সেলাই মিশিন বিতরণ
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

শিক্ষা সফরের ৩ বাসে ডাকাতি

ডেস্ক নিউজ / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে এবার শিক্ষা সফরের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের মালিরচালা এলাকায় বনভোজনের তিনটি বাসে ডাকাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশের গজারি বনের গাছ কেটে তা রাস্তায় ফেলে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই বাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন।

স্কুলটির শিক্ষক ওবাইদুল ইসলাম রুবেল জানান, সোমবার রাতে ফুলবাড়িয়ার সোয়াইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ নাটোরের উদ্দেশে রওনা দেন তারা। রাত ৩টার দিকে সাগরদীঘি বাজার পার হয়ে মালিরচালা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ডাকাতদলের ১৫-২০ জন সদস্য বনভোজনের তিনটি গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে উঠে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ সব নিয়ে যায়।

এ সময় রবিন নামে স্কুলের ল্যাব সহকারীকে আঘাত করে ডাকাতরা। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের গজারি বনে পালিয়ে যায়। ঘাটাইলে ডাকাতির এই ঘটনা নতুন নয়। দুই দিন আগে (২১ ফেব্রুয়ারি) একই স্থানে মালবাহী একটি ট্রাকে ডাকাতি হয়।

এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া এলাকা বাসিন্দাদের মধ্যে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। গত চার মাসে উপজেলার পাহাড়ি এলাকার সাতটি ইউনিয়নের ১০টি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য জানা গেছে।

কখনো ঘরের দরজা ভেঙে বসত বাড়িতে ঢুকে দেশীয় আস্ত্র দিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে ডাকাতদলের সদস্যরা। আবার কখনো সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক বা বাস আটকে ছিনিয়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল। বাধা দিলে ডাকাতের মারধরের শিকার হচ্ছেন অনেকেই।

প্রতিনিয়ত এসব ঘটনার কারণে ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।

গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কে সন্ধানপুর ইউনিয়নে ফকিরচালা এলাকায় গাছের গুঁড়ি ফেলে ১০টি যানবাহনে ডাকাতি হয়। ১০ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনা ঘটে ধলাপাড়া ইউনিয়নের শহর গোপীনপুর এলাকার মাদরাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে।

গত বছরের ২৪ নভেম্বর লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামে বিএনপি নেতা রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। রফিকুল জানান, এ বিষয়ে ঘাটাইল থানায় মামলা করা হয়েছে। তার আগে ১ নভেম্বর রাত ৩টার দিকে বাইরের গেট, কেচিগেট, বারান্দার তিনটি তালা এবং ঘরের দরজা ভেঙে দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া এলাকায় নিতাই আদিত্যের ঘরে ডাকাতি হয়।

 

উপজেলার শহর গোপীনপুর জোরবহচালা গ্রামের আব্দুল কাদের ৯ ডিসেম্বর তাঁর খামারের মুরগি এবং বাগানের কলা বিক্রির ৮ লাখ ৭৫ হাজার টাকা ঘরে রাখেন। ওই রাতেই ডাকাতদল হানা দেয় তাঁর বাড়িতে।

একই রাতে ডাকাতির ঘটনা ঘটে ওই গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে। রফিকুলের স্ত্রী মর্জিনা জানান, ডাকাতির পরদিন সকালে পুলিশ এসে সব লিখে নিয়ে গেছে। থানায় অভিযোগ বা কোনো মামলা করেননি।

৫ ডিসেম্বর রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটে শহর গোপিনপুর গ্রামের আমির হামজার বাড়িতে। হামজা বলেন, ‘ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে ১০-১২ জনের একটি ডাকাতদল। দা, রড, কিরিচ ঠেঁকিয়ে এক লাখ ৫০ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়। পরদিন ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এসে লুট হওয়া মালপত্রের বিবরণ লিখে নিয়ে যায়।’

ভুক্তভোগীরা জানান, নিরাপত্তাহীনতায় আছেন তারা। ডাকাত আতঙ্কে রাত কাটছে তাদের। সন্ধ্যা নামলেই ডাকাতির ভয়টা বেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ