লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার (১৭ মার্চ) সকালে দহগ্রামের সর্দার পাড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে শূন্যরেখায় ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা এই চেষ্টা করে বলে জানা যায়।
পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। এরপরই বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে চলে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবি পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী ।
এর আগে, গত মাসের ২৮ তারিখ দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতের আধারে প্রায় ৫শ মিটার জায়গায় লোহার খুঁটি ও বেড়া নিমান করে ভারতীয় বিএসএফ।