শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

রংপুর জেলায় প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ডেস্ক নিউজ / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহিনা সুলতানা জানান রংপুর জেলায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩৯ হাজার ২৫৯ জন ও প্রতিবন্ধী ১৬৩ জনসহ মোট ৩৯ হাজার ৪২২ জন ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে। পাশাপাশি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জনসহ মোট ৩ লাখ ১৮ হাজার ০৭৮ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর মাঝে।

রংপুর জেলা সিভিল সার্জনের হলরুমে বুধবার (১২ মার্চ) সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে রংপুর জেলার শিশুর লক্ষমাত্রার তথ্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

এ সময় সিভিল সার্জন জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ আগামী শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী সারা দেশের ন্যায় রংপুর জেলার সকল উপজেলার সকল স্থানে অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার সকল রেলস্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ স্টেশনসহ সকল স্ট্যান্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮৩২ টি কেন্দ্রে, ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী ও ২২৮ জন তদারককারী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

রংপুর জেলা সিভিল সার্জন আরো জানান, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মাহিনুর ইসলামসহ অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ