শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

রংপুরে সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৪ জন

ডেস্ক নিউজ / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরে অসহায় ও হতদরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। ক্যাম্পেইনে প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে চারজনের ছানি অপারেশন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রংপুর সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে এসব রোগীর সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গত মঙ্গলবার রংপুরের হারাগাছের আক্কাস আলী (৬২), শ্যামপুরের ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর জায়গীরহাটের মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাট হাতীবান্ধার এলাকার আবতার আলীর (৬০) চোখের ছানি অপারেশন করা হয়। সেই সাথে তাদেরকে চশমাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়ে সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডেন্ট কর্নেল একে এম জহির হোসেন খান জানান, গত ২০ ফেব্রুয়ারি রংপুর শীতল ক্যান্টনমেন্ট ডায়াগনস্টিক সেন্টারে চক্ষুসেবা ক্যাম্পেইন শুরু হয়। এতে সম্পূর্ণ বিনামূল্যে ৩৩৬ জন রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ এবং ৪৫ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়াও প্রথম ধাপে বাছাই করা ১৭ জন রোগীর মধ্যে চারজনের ছানি অপারেশন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও চিকিৎসা সেবাসহ অপারেশনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ