র্যাব-১৩, সিপিএসসি কর্তৃক রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকা হতে ২১০.৯৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর আরপিএমপি তাজহাট থানাধীন ভোকরামপুর (পাঁচমাইল) এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল তল্লাশী করে ২১০.৯৬ (দুইশত দশ দশমিক ছিয়ানব্বই) গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ও থানার আরামবাগ এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ নূর হোসেন ওরফে হোসেন আলীকে (৫২) গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।