রংপুরে একদল কিশোর গ্যাং নগরীর সিটি বাজার থেকে একজন ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার কাছে মুক্তিপণের কাক্সিক্ষত টাকা না পেয়ে তার উপর বলাৎকারের পর তা ভিডিও ধারন করে ছেড়ে দেয়। এ সময় তার কাছে চাহিদা মতো টাকা না পেলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।
এমন চাঞ্চল্যকার খবরের সূত্র ধরে যৌথবাহিনী এ ঘটনার সাথে যুক্ত কিশোর গ্যাংএর ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ ঘটনা ঘটেছে ৩ মার্চ। সেনা বাহিনীর সূত্র তা জানিয়েছে। গ্রেফতাররা হলো, মো. শুভ (১৮), মো. নাইম (১৯), মো. জিহাদ (১৮) এবং মো. কাদের (১৮)। ভুক্তভোগী ব্যবসায়ী (২৫) কে অপহরণ করে এই কিশোর গ্যাং। তাকে অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। পরে ওই ব্যবসায়ীর মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয়দের সাথে যোগাযোগ করে এবং বিকাশের মাধ্যমে ২৫,৫০০ টাকা আদায় করতে সক্ষম হয়। পুরো মুক্তিপণ না পাওয়ায়, কিশোর গ্যাংএর সদস্য মো. নাইম ও মো. জিহাদ ভুক্তভোগীকে বলাৎকার করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। তারা হুমকি দেয় যে, বাকি টাকা না পেলে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেওয়া হবে। এর পরে তাকে ছেড়ে দেয়।
বলাৎকারের শিকার ভুক্তভোগী স্থানীয় থানায় ও সেনা ক্যাম্পে এ ঘটনায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে, ৩০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়াত ওসমানের নেতৃত্বে পুলিশসহ একটি যৌথ টহল দল “কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন” পরিচালনা করে এবং রংপুরের সুইপার কলোনি এলাকা থেকে অপহরণকারীদের গত বুধবার রাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে, তাদের পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।