রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশ্যে চার ফুট লম্বা রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। সাদ্দাম নিহত মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করার জন্য তাকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় রংপুর নগরীর স্টেশন এলাকায় একটি বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দাম বিশাল আকারের রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালান। তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই দিন নগরীর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। পরে মুন্না হত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহামেদকে প্রধান আসামি করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। যুবলীগ নেতা সাদ্দাম ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মুন্না হত্যা মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহামেদসহ বেশ কয়েকজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।