রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণচেষ্টা মামলায় মমিনুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) চর নোহালী ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মমিনুর উত্তরপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যান এক নারী (৫৫)।
ঘাসের বস্তা নিয়ে ফেরার পথে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে মমিনুর। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী বাদী হয়ে মমিনুরের বিরুদ্ধে মামলা করেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।