নিয়মিত অভিযানের অংশ হিসেবে যানবাহন তল্লাশিকালে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ নুরুজ্জামান নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতার নুরুজ্জামান টাঙ্গাইল জেলার উত্তর হুগড়া এলাকার লাল মিয়ার ছেলে। রোববার (৯ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ রংপুর।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুরে তাজহাট থানার ঘাঘটপাড়া ব্র্যাক অফিসের সামনে পাকা রাস্তার ওপর পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশিকালে দশনা থেকে মর্ডান মোড় অটোযোগে যাত্রীবেশে যাওয়ার সময় সেনাবাহিনী ও পুলিশের সংকেত পেয়ে নুরুজ্জামান নামে এক মাদককারবারি পালানোর চেষ্টা করে। পরে যৌথ বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে অপর একটি অভিযানে ১ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গংগাচড়া থানার ৫ নম্বর লক্ষীটারি ইউনিয়নের পূব ইচলী কাকিনা থেকে রংপুরগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে সাদা বাজার করা ব্যাগের ভেতর সাদা পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে তারা। তল্লাশিকালে রংপুরের বদরগঞ্জ থানার শংকর মণ্ডলপাড়া এলাকার মৃত মকবুলের ছেলে মহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে দু’টি মাদক মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।