শিরোনাম
বাংলাদেশ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দাপ্রধান লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা বিচার বিভাগের স্বাধীনতায় স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা জরুরি: প্রধান বিচারপতি মতাদর্শিক দূরত্ব ফেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণইফতারে শিবির-ছাত্রদল কারাগারে রংপুরের শীর্ষ মাদক কারবারি মজনু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষকের প্রাণ কেড়ে নিলো চলন্ত ট্রাক রংপুরের তারাগঞ্জে আগুনে পুড়ল কৃষকের দুই ঘর নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর নীতিগত অনুমোদন ঠাকুরগাঁওয়ে ঘুষ লেনদেনের সময় টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর আটক
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

রংপুরে পুলিশ সদস্য শিবলীর পক্ষে চাঁদা দাবির ঘটনায় অমিত বণিক রিমান্ডে

ডেস্ক নিউজ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

 

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে উপকমিশনার শিবলী কায়সারের পক্ষে চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিককে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের একজন পরিচালক।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আসামিকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। কিন্তু শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, এ মামলায় উচ্চতর তদন্তের জন্য আসামির রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৩ মার্চ ঘুষ দাবির অভিযোগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার শিবলী কায়সার, ব্যবসায়ী অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে মহানগর কোতোয়ালি থানায় পাঠান। এ সময় উপকমিশনার শিবলী কায়সার তাকে বেধড়ক পেটান।

একপর্যায়ে তাকে গুলি করতে একজন কনস্টেবলের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চাঁদাবাজির মামলায় আসামি করা হলে অমিত বণিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপকমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকারী লিপি খান ভরসাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে রংপুরের আদালতে তাকে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ