দেড় কেজি গাঁজাসহ লাভলী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে রংপুর নগরীর দর্শনা ব্রাক অফিসের বিপরীত পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে তাজহাট থানা পুলিশ।
আটক লাভলী নাটোর জেলার বাগাতিপাড়ার ৯ নম্বর পাকা ইউনিয়নের গাওপাড়া এলাকার সামসুল হকের মেয়ে। তার স্বামী রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক।
তিনি জানান, মাদক কারবারি লাভলী বেগম বিক্রির উদ্দেশে গাঁজার বড় চালানটি অভিনব কায়দা নিয়ে যাচ্ছিল। সোর্স মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক বলেন, আটক ওই নারী পেশাদার মাদককারবারি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ প্রশাসন সরকারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।