ডেভিল হান্ট অপারেশনের পঞ্চম দিনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় রংপুরে শীর্ষ সন্ত্রাসী রোলেক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর আরএমসি মার্কেট থেকে রোলেক্সকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন তিনি।
পুলিশ জানান, দীর্ঘদিন থেকে এই আসামি পলাতক ছিলেন।
আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, গ্রেপ্তার রোলেক্সের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা চেষ্টা মামলা ছাড়াও অন্য মামলা রয়েছে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে।