আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জেলা পুলিশ রংপুর কর্তৃক চিহ্নিত সমস্যা ও সমাধানের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে জেলা পুলিশ সম্মেলন কক্ষে সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোডস এন্ড হাইওয়ে নির্বাহী প্রকৌশলী
সাজেদুর রহমান,রংপুর মেট্রোপলিটন পুলিশ ডিসি ট্রাফিক লিমন রায়,বিআরটিএ সহকারী পরিচালক শফিকুল আলম সরকার,ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক বাদশা মাসুদ,রংপুর মেট্রোপলিটন পুলিশের টিআই (প্রশাসন) রাসেদুল ইসলাম প্রমুখ।
সভায় সঞ্চালনা করেন রংপুর জেলা টিআই প্রশাসন মোঃ নুর আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানার ওসি মোঃ ওসমান গনি,জেলা ট্রাফিক বিভাগ, মটর মালিক সমিতির সভাপতি মো. হিরু মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মানিক মিয়া,জেলা ট্রাফিক বিভাগের সকল সার্জেন্ট ও পুলিশ সদস্যবৃন্দ।