নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও রংপুর জেলা আ ওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা সনিকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় রংপুর নগরীর বাবুপাড়া আশরাতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ৫ আগষ্ট পরবর্তিতে গা ঢাকা দিয়েছিলো সোহেল রানা সনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সোহেল রানা সনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদে ছিলেন।