রংপুরের বদরগঞ্জে পাওয়ারটিলারের চাপায় সিহাব বাবু নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার ধোপানীরঘাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার রাকিবুল ইসলামের পুত্র। স্থানীয়রা পাওয়ার টিলারটি ধাওয়া দিয়ে আটক করলে চালক পালিয়ে যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কাচাবাড়ী-বদরগঞ্জ সড়কে বাড়ির পাশে সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় বদরগঞ্জ অভিমুখী পাওয়ার টিলারটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। পরে ধাওয়া দিয়ে স্থানীয় জনতা পাওয়ার টিলারটি আটক করলে চালক গাড়ী রেখে পালিয়ে যায়।
বদরগঞ্জ থানা ওসি একেএম আতিকুর রহমান জানান, শিশুটির পরিবার মামলা করতে রাজী না হওয়ায় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।