উৎসবমুখর পরিবেশে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়ন কমিটি।
মঙ্গলবার (৪ মার্চ) গঙ্গাচড়া উপজেলা অডিটরিয়ামে তিনটি পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির ভোট উপলক্ষ্যে আগে থেকেই পোস্টারসহ বিভিন্ন প্রচারণায় নামেন প্রার্থীরা। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এর মধ্যে ৩৩৪ জন ভোটার ভোট প্রদান করেন। বাতিল হয় ১৬ টি ভোট।
নির্বাচনে মো. আব্দুল গফুর ২৩৬ ভোট পেয়ে সভাপতি, মোহাম্মদ নওশা মিয়া ২৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবুল বাসার আল বাপ্পি ১৫১ টি ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এদিন ভোট উপলক্ষ্যে উৎসবের আমেজ ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতা নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে এই ধরনের ভোটগ্রহণ-কে ব্যতিক্রম বলে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।