বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) গংগাচড়া উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।
মতবিনিময় সভায় মোঃ রায়হান সিরাজী বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। একটি জাতির অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। রমজান আমাদের শুধু সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর শক্তিও জোগায়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন, “বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির। এ সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন। তারা বলেন, স্বাধীন ও সৎ সাংবাদিকতাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।