রংপুরের গঙ্গাচড়ায় মজমুল হোসেন সুরুজ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়াবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
জানা যায়, সুরুজ নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়াবাজার এলাকার ওয়ারেছ আলীর ছেলে। তিনি নোহালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, সুরুজের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ওসি আল এমরান বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।