রংপুরের কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে জাহাঙ্গীর হাসান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কাউনিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরে টিভিএস মটরসাইকেলের বিক্রয় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। ওসি আব্দুল লতিফ বলেন, জাহাঙ্গীর হাসানের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।